মার্কিন সিনেটে কর সংস্কার বিল পাস

মার্কিন সিনেটে কর সংস্কার বিল পাস

শেয়ার করুন

_99027612_043330987বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন সিনেটে পাস হলো রিপাবলিকানদের উত্তাপিত কর সংস্কার বিল। এই বিল পাসের বিষয়টিকে ট্রাম্প প্রশাসনের বড় ধরনের রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

বিলটি সইয়ের জন্য এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। তার অনুমোদন পেলেই এটি আইনে পরিণত হবে। এর আগে গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদেও বিলটি পাস হয়।

রিপাবলিকাদের প্রস্তাবিত এই কর সংস্কার বিলে, বিত্তবানদের কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে কেন্দ্রীয় বাজেট ঘাটতিতে ১ ট্রিলিয়ন ডলার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেমোক্রেটদের অভিযোগ, নতুন এই কর বিলে বড় ব্যবসায়ী ও অর্থবানরাই লাভবান হবে। এ বিল মধ্যবিত্তদের জন্য বিপর্যয় ডেকে আনবে।

অন্যদিকে রিপাবলিকানরা বলছে,  নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে, অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে কর কর্তনের ক্ষতি পুষিয়ে যাবে।