বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: পোপ

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: পোপ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশকে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সফররত পোপ ফ্রান্সিস। সকালে তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। পোপ ফ্রান্সিসের তিন দিনের বাংলাদেশ সফরের শেষ দিন আজ।

শনিবার সকাল ১০টায় তেজগাঁওয়ের মাদার তেরেসা ভবনে যান তিনি। পরিদর্শন শেষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন ও প্রার্থনা করেন। এরপর তেজগাঁও মিশনারি ও কবরস্থান পরিদর্শন শেষে খৃস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বিকেল সোয়া ৩টায় নটরডেম কলেজে যুব সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের আর্চবিশপের আমন্ত্রণে বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। আজই সন্ধ্যায় ভ্যাটিকান সিটির উদ্দেশে ঢাকা ছাড়বেন ক্যাথলিক খৃস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ।