মসুল থেকে পিছু না হটতে যোদ্ধাদের প্রতি আইএস প্রধানের নির্দেশ

মসুল থেকে পিছু না হটতে যোদ্ধাদের প্রতি আইএস প্রধানের নির্দেশ

শেয়ার করুন

বাগদাদি

বিশ্বসংবাদ ডেস্ক :

জয়ের আত্মবিশ্বাসের কথা জানিয়ে ইরাকের মসুল থেকে পিছু না হটতে যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছে আইএস প্রধান আবু বকর আল বাগদাদী।

মসুলে ইরাকি বাহিনীর অভিযান শুরুর পর বৃহস্পতিবার এক অডিও বার্তায় আইএস প্রধান তুরস্ক দখল করার জন্য আইএস যোদ্ধাদের প্রতি এ আহ্বান জানান। তবে ইন্টারনেটে প্রকাশিত হওয়া ৩১ মিনিটের বার্তাটি বাগদাদিরই কিনা তা যাচাই করা যায়নি।

এর আগে, বাগদাদির বলে দাবি করা সর্বশেষ বার্তাটি ২০১৫ সালের ডিসেম্বরে প্রকাশিত হয়। শত্রুদের বিরুদ্ধে জিহাদকে দুর্বল হতে না দিতে ইরাকের নিনেভ প্রদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বার্তায় বাগদাদি আরও বলেন, সিরিয়ায় বিমান হামলা আইএসকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে।

এর আগে বুধবার আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি ইরাকের মসুল শহরে আটকা পড়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানানো হয়। ২০১৪ সালে মসুল দখল করে কথিত খেলাফত ঘোষণা করে আইএস। এ সময় বাগদাদি নিজেকে স্বঘোষিত খলিফা দাবি করেন।