দুই প্রার্থীর মন্তব্য যুক্তরাষ্ট্রের সুনাম ধ্বংসের জন্য যথেষ্ঠ : খামেনি

দুই প্রার্থীর মন্তব্য যুক্তরাষ্ট্রের সুনাম ধ্বংসের জন্য যথেষ্ঠ : খামেনি

শেয়ার করুন

 

বিশ্বসংবাদ ডেস্ক :

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দুই প্রার্থীর কথোপকথন এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে তাদের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

১৯৭৯ সালে ইরানের ছাত্র বিপ্লবের ৩৭ তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুধবার তিনি একথা বলেন। খামেনি বলেন, বিতর্কগুলোতে হিলারি এবং ট্রাম্প যেসব মন্তব্য করেছেন তা যুক্তরাষ্ট্রের সুনাম ধ্বংস করার জন্য যথেষ্ট। তার মতে, এই দুই প্রার্থীর কোনও একজন ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্ক নতুন করে ভাবতে হবে। দুজনের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন খামেনি।

এদিকে, পৃথক কয়েকটি টুইটার বার্তায় খামেনি লিখেছেন, বিতর্কে দুই প্রার্থী মার্কিন নীতি এমনভাবে তুলে ধরবেন, আমরা তা জানতাম। কিন্তু আমাদের কথা কেউই বিশ্বাস করেনি। যুক্তরাষ্ট্রের মানবিক মূল্যবোধ তাদের রাজনৈতিক সিস্টেম থেকে এখনো অনেক দূরে।

আরেক টুইটার বার্তায় খামেনি লিখেছেন, মার্কিন মুল্লুক অর্থনৈতিকভাবে শক্তিশালী। কিন্তু সেখানেও চরম বৈষম্য বিদ্যমান। তাদের ৯০ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ মানুষের দখলে।