ভাষণ দিতে দিতে জ্ঞান হারালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

ভাষণ দিতে দিতে জ্ঞান হারালেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী

শেয়ার করুন

ab89ccd137a2777a8c2a456217dbd190_L
বিশ্বসংবাদ ডেস্ক:

সিঙ্গাপুরের জাতীয় দিবসে ভাষণ দেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন দেশটির প্রধানমন্ত্রী লি হেইসেন লুং।

সোমবার, দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায়, গরম ও পানিশূন্যতার কারণে তিনি হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়েন।

রোববার ‘ন্যাশনাল ডে র‍্যালির ভাষণ দেয়ার সময়  অজ্ঞান হয়ে যান এই ৬৪ বছর বয়সী নেতা। এরপর দ্রুত তাঁকে মঞ্চের পেছনে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন। বন্ধ করে দেওয়া হয় টেলিভিশন সম্প্রচার।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এনজি এং হেন জানান, প্রধানমন্ত্রী পড়ে যাননি,  তাকে কিছুক্ষণের জন্য দর্শকদের সামনে থেকে নিয়ে যেতে হয়েছে। তবে অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর তিনি আবারও ভাষণ দেন। এ সময় উপস্থিত দর্শকরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান।