বসরা বিক্ষোভের জেরে ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

বসরা বিক্ষোভের জেরে ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

শেয়ার করুন

87305a5bd19a4a85b3f08e3920705e9f_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের বসরায় চলমান বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী হায়দার আল-মালিকির পদত্যাগ দাবি তুলেছে দেশটির পার্লামেন্টের শীর্ষ দুটি গ্রুপ।

আল-জাজিরা জানায়, ওই অধিবেশনে পার্লামেন্টের শীর্ষ দুই দল প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করলেও ইরাকের প্রধানমন্ত্রী বসরা সংকটকে রাজনৈতিক নাশকতা আখ্যা দিয়েছেন। এছাড়া পার্লামেন্টের স্পিকার ও বসরার গভর্নরের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মালিকি।

গত কয়েকদিনে চাকরির সুযোগ ও নাগিরক সেবার দাবিতে বিক্ষোভরত বসরাবাসীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জনের প্রাণহানির পর শনিবার পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়। ওই অধিবেশনে প্রধানমন্ত্রীসহ সরকারের পদত্যাগ দাবি করেন গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সাইরুন জোট নেতা মুক্তাদা আল সদর। সাইরুন জোট ছাড়াও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে পার্লামেন্টের দ্বিতীয় শীর্ষ ফাতেহ জোট।