সেরেনাকে হারিয়ে প্রথম জাপানি হিসেবে গ্রান্ডস্লাম জিতলেন ওসাকা

সেরেনাকে হারিয়ে প্রথম জাপানি হিসেবে গ্রান্ডস্লাম জিতলেন ওসাকা

শেয়ার করুন

merlin_143468889_28905e8a-eb05-492a-9516-a6a87eb2e00f-jumboস্পোর্টস ডেস্ক :

ক্যারিয়ারের প্রথম গ্রান্ডস্লাম জিতলেন জাপানের নাওমি ওসাকা। ইউওস ওপেনের নারী এককে সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়েছেন নাওমি।

ফ্লাসিংমিডোয় ইউএস ওপেনের ফাইনালে অন্য এক সেরেনাকে দেখলো টেনিস বিশ্ব। ২০ বছররের তরুনী ওসাকার কাছে প্রথম সেট পরাজয়ের পরই আম্পায়ারদের উপর রেগে যান সেরেনা। পুরো সিস্টেমকেই চুরি বললেন তিনি। ২৩টি গ্রান্ডস্লাম জয়ী আমেরিকান সেরেনা যখন আম্পায়ারদের সঙ্গে তর্কে লিপ্ত, অন্যপ্রান্তে  প্রথম সেট ৬-২ গেমে জেতা ওসাকা তখন মানসিকভাবে প্রস্তত হচ্ছেন দ্বিতীয় সেটের জন্য।
_103351947_serena_getty4
পরের সেটেও সেমিফাইনালের অদম্য সেরেনাকে খুজে পেল না ফ্লাসিং মিডো। ওসাকার ইতিহাস গড়ার রাতে অবশেষে ৬-৪ গেমে হেরে যান সেরেনা। ট্রফি ক্যাবিনেটে প্রথম গ্রান্ডস্লাম জয়ের পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন ওসাকা। এই প্রথম কোনো জাপানি জিতলেন গ্রান্ডস্লামের শিরোপা।