গুলেনের অভিযোগ তদন্তে তুরস্কে প্রতিনিধি দল পাঠাবে যুক্তরাষ্ট্র

গুলেনের অভিযোগ তদন্তে তুরস্কে প্রতিনিধি দল পাঠাবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

US To Turkey
এটিএন টাইমস ডেস্ক:

ফেতুল্লাহ গুলেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে দেখতে তুরস্কে প্রতিনিধি দল পাঠাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বিবিসি জানিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে খুব শিগগিরই মার্কিন প্রতিনিধি দলটি আঙ্কারায় পৌছবে। অভ্যুত্থান চেষ্টার পর থেকেই যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেনকে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে আঙ্কারা।

তবে ওয়াশিংটন তাকে ফেরত পাঠাবে কিনা, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা গুলেনের জড়িত থাকার বিষয়টি নিয়ে ওয়াশিংটনের কাছে এর আগেই তথ্য-প্রমাণ হস্তান্তর  করেছে আঙ্কারা।

পাশাপাশি তুরস্ক থেকে গুলেন সমর্থকদের সমূলে উৎপাটন করার ঘোষণা দিয়ে রেখেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। অভ্যুত্থান চেষ্টায় জড়িত সন্দেহে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য, শিক্ষক ও বিচারক মিলে অন্তত ৫০ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক।