শান্তি প্রচেষ্টায় চীনের সহযোগিতা মিলবে: সুচি

শান্তি প্রচেষ্টায় চীনের সহযোগিতা মিলবে: সুচি

শেয়ার করুন

অন-সাং-সুচি

এটিএন টাইমস ডেস্ক:

মিয়ানমার-চীন সীমান্তে সক্রিয় বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে শান্তি আলোচনায় চীন সহায়তা করবে বলে আশাবাদ জানিয়েছেন অং সান সুচি।

চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সুচি বলেন, প্রতিবেশী হিসেবে শান্তি প্রক্রিয়ায় সহায়তার বিষয়ে চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন তারা।

সুচি বলেন, বেইজিংয়ের সঙ্গে মিয়ানমারের গুরুত্বপূর্ণ অভিন্ন সীমান্ত রয়েছে। আর ওইসব এলাকায় বেশ কয়েকটি জাতিগত গোষ্ঠী সক্রিয় রয়েছে। তাই শান্তি প্রচেষ্টায় চীনের সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ।

গত নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর সুচির দল দেশের অভ্যন্তরে সক্রিয় বিদ্রোহী গ্রুপগুলোর সঙ্গে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। সেই ধারবাহিকতায় চলতি মাসের শেষে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি সম্মেলনের আয়োজন করেছে মিয়ানমার সরকার।

এ প্রসঙ্গে সুচি বলেন, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।