পালমিরা আবারও আইএসের দখলে

পালমিরা আবারও আইএসের দখলে

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

সিরিয়া সেনাবাহিনীর পালমিরা পুনরুদ্ধারের ৯ মাস পর আবারও ঐতিহ্যসমৃদ্ধ প্রাচীন নগরী পালমিরা দখল করেছে আইএস জঙ্গিরা।

নগরীটিতে সরকারী বাহিনী এবং জঙ্গিদের মধ্যে লড়াই চলছে। পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, লড়াইয়ে এ পর্যন্ত ৫০ জন সামরিক সদস্য নিহত হয়েছে। পালিয়ে গেছে বেশিরভাগ সরকারি সৈন্য। দুই গ্রুপের লড়াইয়ে পালমিরার সাধারণ মানুষ নতুন করে প্রাণহানির শংকায় রয়েছেন।

৯ মাস আগে রুশ সেনাবাহিনীর সহায়তায় পালমিরা দখল করেছিল সরকারী বাহিনী। এরপর আলেপ্পো দখলের জন্য অভিযান শুরু করে সিরিয় বাহিনী। এরই সুযোগ নিয়ে পালমিরা দখল করে আইএস জঙ্গিরা। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার মানবাধিকার সংস্থা জানিয়েছে এরইমধ্যে শহরটির কেন্দ্রের হাসপাতালের নিয়ন্ত্রন নিয়েছে আইএস।

এর আগে, পালমিরা দখল করে নগরীটির প্রাচীন স্থাপত্য নিদর্শণ ধ্বংস করে দিয়েছিল জঙ্গিগোষ্ঠীটি। এদিকে, রাক্কা প্রদেশে আইএস বিরোধী লড়াইয়ে ২০০ মার্কিন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।