তদন্ত করতে গিয়ে আইএস জঙ্গিকেই বিয়ে করলেন এফবিআই কর্মী

তদন্ত করতে গিয়ে আইএস জঙ্গিকেই বিয়ে করলেন এফবিআই কর্মী

শেয়ার করুন

externalবিশ্বসংবাদ ডেস্ক :

আইএসের এক জঙ্গি সদস্যের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে তাকেই বিয়ে করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর নারী অনুবাদক ড্যানিয়েলা গ্রিন।

ফেডারেল কোর্টের তথ্যের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গ্রিন যাকে বিয়ে করেছেন তার নাম ডেনিস কাসপার্ট। আইএস-এ যোগ দেয়ার পর তার নাম হয় আবু তালহা আল-আলমানি।
isis.trump_.1115জার্মানির নাগরিক কাসপার্ট একজন র‌্যাপার থেকে আইএস-এর মুখপাত্রে পরিণত হন। বিশেষ করে অনলাইনে আইএস-এর সমর্থনে তার উদ্দীপ্ত বক্তৃতায় আকৃষ্ট হয়ে অনেকে আইএসে যোগ দিচ্ছে। আর তাই দুটি মহাদেশের সন্ত্রাস-দমন কর্তৃপক্ষ তার ওপর নজরদারি শুরু করে।

সিএনএন জানায়, কাসপার্টকে বিয়ের কয়েক সপ্তাহ পর গ্রিন বুঝতে পারেন তিনি মারাত্মক ভুল করেছেন। তারপর তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন। সেখানেই গ্রিনকে গ্রেপ্তার করা হয়। তার দু বছরের কারাদণ্ডও হয়। তবে এফবিআইকে সহযোগিতা করতে রাজি হন গ্রিন।