‘ট্রাম্পের হুমকি কুকুরের চিৎকার ছাড়া আর কিছুই না’

‘ট্রাম্পের হুমকি কুকুরের চিৎকার ছাড়া আর কিছুই না’

শেয়ার করুন

3885বিশ্বসংবাদ ডেস্ক :

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্তর কোরিয়াকে দেয়া ট্রাম্পের হুমকিকে ‘কুকুরের চিৎকার’ বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং। বুধবার দেয়া বক্তব্যে তিনি বলেন, ট্রাম্পের সহযোগীদের জন্য তার দু:খ হয়।
170921094815-ri-yong-ho-unga-exlarge-169মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে `আত্মঘাতী মিশনের রকেটমানব’ উল্লেখ করে মন্তব্য করেন। তার ওই বক্তব্যকে সমর্থন করে মার্কিন নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকমাস্টার বলেন, উত্তর কোরিয়া নিজেদের ফাঁদে নিজেরাই আটকা পড়বে। যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপের কারণে ‘রকেটম্যান’ কিম জং উন আসলে একটা ‘সুইসাইড মিশনে’ আছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। দেশপ্রেমের জন্য  প্রয়োজনে মানবতার শত্রুদের পরাজিত করতে হবে বলে উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করেন তিনি।

জবাবে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং বলেন, তার দেশকে ধংস করার জন্য ট্রাম্পের এই হুমকি কুকুরের চিৎকার ছাড়া আর কিছুই না।