৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে

৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীরা মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত সরকার সব ধরনের সাহায্য-সহযোগিতা করবে এবং একজন রোহিঙ্গাও না খেয়ে মরবেনা। এমন প্রতিশ্রুতি দিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি জানান, গত ২৫ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। যাদের ১৪টি ক্যাম্পে রাখা হয়েছে। আর এদের মধ্যে ৫ হাজার ৫৭৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে  সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ত্রাণমন্ত্রী। মন্ত্রী জানান, এ পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ২৫০ মেট্রিক টন চাল ও ২০ মেট্রিক টন আটাসহ অন্যান্য ত্রাণ এসেছে সরকারের হাতে।

ইউএনএইচসিআর খাদ্য, চিকিৎসা ও আশ্রয়সহ সার্বিক সব ধরনের সহায়তার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি আগামী চার মাস চার লাখ পরিবারের খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, আর বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয় ৫০০ মেট্রিক টন চাল ও নগদ ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান ত্রাণমন্ত্রী।