জাতিসংঘ ছাড়ার হুমকি ফিলিপাইনের

জাতিসংঘ ছাড়ার হুমকি ফিলিপাইনের

শেয়ার করুন

দুর্তেতে

এটিএন টাইমস ডেস্ক:

মাদকের বিরুদ্ধে লড়াইকে যদি আন্তর্জাতিক আইনের বিরোধী বলে সমালোচনা করা হয়, তাহলে জাতিসংঘ থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফিলিপাইন।

দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে শনিবার সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই হুঁশিয়ারি দেন। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, খাদ্যমন্দা এবং সংঘাত বন্ধে জাতিসংঘ ব্যর্থ দাবি করে দুতের্তে বলেন, কতো মানুষ মাদক অপরাধীদের হাতে নিহত হয়েছেন, সে বিষয়ে জাতিসংঘ কথা বলে না।

দুতের্তে পরিষ্কার জানিয়ে দেন, আপনাদের অপমান করতে চাই না। তবে সমালোচনা চলতে থাকলে, জাতিসংঘ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া ছাড়া পথ নেই। গত মে মাসে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই দেশ থেকে মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতের্তে।

সরকারি অভিযানে এ পর্যন্ত ৯শ সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হয়েছে। কয়েকজন বিচারপতিও এর সঙ্গে জড়িত বলে জানান দুতের্তে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ একে মানবাধিকারের পরিপন্থি বলে নিন্দা জানিয়ে আসছে।