ঘূর্ণিঝড়ে ফরিদপুরে ৫ জন নিহত, আহত শতাধিক

ঘূর্ণিঝড়ে ফরিদপুরে ৫ জন নিহত, আহত শতাধিক

শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:

ঘূর্ণিঝড়ে ফরিদপুরে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ।

1463651218রোববার বেলা সোয়া ১টার দিকে গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার জোবাইদা-করিম জুট মিলের একটি স্টিলের শেড ভেঙে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী।

পুলিশ জানিয়েছে, দুপুরে ফরিদপুর সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে জুবাইদা করিম জুটমিলের টিনসেড ভবনের ছাদ ধসে ৫ জনের মৃত্যু হয়। ঝড়ের সময় সেখানে কয়েক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। মিলের ভেতর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে মারা যান আরো দুজন।

এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আহত অর্ধশতাধিক মানুষ। ঝড়ে গাছপালা উপড়ে যাওয়াসহ বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এদিকে, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।