ইসলামাবাদে ইসরায়েলি বিমান, পাকিস্তানের অস্বীকার

ইসলামাবাদে ইসরায়েলি বিমান, পাকিস্তানের অস্বীকার

শেয়ার করুন

386210_4549335_updatesবিশ্বসংবাদ ডেস্ক :

ইসরায়েলের একটি জেট বিমান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নেমে আবারো ফিরে গেছে বলে দাবি করেছেন এক ইসরায়েলি সাংবাদিক।

দ্যা ডন জানায়: ইসরায়েলি সংবাদপত্র হারেত্জ এর ইংরেজি সংস্করণের সম্পাদক আমি শাফেরের এই দাবি শনিবার জোরালোভাবে অস্বীকার করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল সংস্থা। কিন্তু সরকারি এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় দেশটির বিরোধীদলগুলো। তারা এ বিষয়ে ‘সন্তোষজনক ব্যাখ্যা দাবি করেছেন।

এক টুইটে শাফের দাবি করেন, তেল আবিব থেকে ইসলামাবাদে যাওয়া M-ULTI লেখা জেট বিমানটি ২৪ অক্টোবর স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটে ইসলামাবাদে ল্যান্ড করে। প্রায় ১০ ঘণ্টা অবস্থানের পর বিমানটি ইসলামাবাদ থেকে জর্ডানের রাজধানী আম্মান হয়ে তেল আবিবে ফিরে যায়।

দীর্ঘ ২০ বছরের মধ্যে প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করার একদিন আগে রহস্যময় এই ট্রিপের ঘটনাটি ঘটলো বলে জানিয়েছে ডন।

পাকিস্তান ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নি। দেশ দুটির মধ্যে নেই কোনো কূটনৈতিক সম্পর্ক। তাই জরুরী অবতরণ ছাড়া পাকিস্তানে ইসরায়েলি বিমান অবতরণের সুযোগ নেই।