যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলা: বাওয়ার্সের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রে সিনাগগে হামলা: বাওয়ার্সের বিরুদ্ধে অভিযোগ

শেয়ার করুন

_104061591_a287f670-aa86-4f3f-862c-8dbfb8475142বিশ্বসংবাদ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ইহুদীদের উপাসনাস্থলে বন্দুক হামলায় ১১ জন নিহতের ঘটনায় হত্যার অভিযোগ আনা হয়েছে হামলাকারী রবার্ট বাওয়ার্সের বিরুদ্ধে।

উপাসনালয়ের ভেতর একটি অনুষ্ঠান চলাকালীন বন্দুক থেকে গুলি ছুঁড়তে থাকে ৪৬ বছর বয়সী বাউসার। তাঁর বিরুদ্ধে ২৯টি ফৌজদারী অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কৌশলীরা জানিয়েছেন হামলাকারীর বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধের অভিযোগও আনবেন তারা।

এই হত্যাজজ্ঞকে একটি জঘন্য অপরাধ হিসেবে চিহিৃত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প। তিনি বলেছেন দরকার হলে এর বিচারের জন্য যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনা হবে।

শনিবার হামলার ঘটনায় আহত হন ৪ পুলিশ কর্মকর্তাসহ ৬ জন। পুলিশের গুলিতে আহত হন হামলাকারী নিজেও।যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন ধর্মীয় গোষ্ঠির বিরুদ্ধে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।