ইরাকে আর নতুন করে সেনা মোতায়েন নয়: হিলারি

ইরাকে আর নতুন করে সেনা মোতায়েন নয়: হিলারি

শেয়ার করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

বিশ্বসংবাদ ডেস্ক:

ইরাকে নতুন করে সেনা মোতায়েনের বিপক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন।

বুধবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে, প্রতিদ্বন্দ্বী ডোনাল ট্রাম্পের সঙ্গে একইমঞ্চে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন হিলারি। তিনি বলেন, সহিংসতা বন্ধে ইরাকে আর নতুন করে সেনা পাঠানোর সুযোগ নেই। একইসঙ্গে সিরিয়াতেও স্থল অভিযান পরিচালনার জন্য সেনা পাঠানো ঠিক হবে না।

‘এনবিসি নিউজ’ আয়োজিত ওই অনুষ্ঠানে, হিলারি ও ট্রাম্প মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। বর্তমানে ইরাকে সবমিলিয়ে ৫ হাজার সেনা মোতায়েন রয়েছে। তবে ওইসব সেনারা নিয়মিত অভিযানে অংশ নেয় না।

বরং ইরাকি সেনাদের প্রশিক্ষণের কাজেই ব্যস্ত আছে তারা। এদিকে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ইরাক ও সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে হিলারির মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প।