অবশেষে উদ্ধার হল ওরা দু’জন

অবশেষে উদ্ধার হল ওরা দু’জন

শেয়ার করুন

দ্বীপের বালিতে SOS চিহ্ন

এটিএন টাইমস ডেস্ক:

লিনাস ও সাবিনা জেক নামের ৫০ বছরের দম্পত্তিকে পুরো সপ্তাহ জুড়ে খোজা-খুজি করা হলেও তাদের কোন হদিস পাওয়া যাচ্ছিল না।

শেষমেষ, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি  বিচ্ছিন্ন দ্বীপের সৈকত তীর থেকে ঐ দুজনকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। যুক্তরাষ্ট্র নেভির হেলিকপ্টার উদ্ধার অভিযানের একপর্যায়ে দ্বীপের বালিতে সাহায্য চিহ্ন SOS দেখতে পেয়ে কোস্টগার্ডকে সংকেত পাঠালে এই দম্পত্তিকে উদ্ধার করা সম্ভব হয়।

_90947263_mediaitem90947262

যুক্তরাষ্ট্রের নেভি জানায়, যথেষ্ঠ নিরাপত্তা উপকরণ নিশ্চিত না করে এই দম্পত্তি উইনো দ্বীপ থেকে ভ্রমণে বের হয়। দুটি এয়ার ত্রাফট ও ১৫ টি বোটে সমবয়সী এই দম্পত্তিকে ১৬ হাজার ৫৭১ মাইল খোঁজা হলেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিলো না।

 ডিঙ্গি নৌকা ও পথ হারানো দম্পত্তি

এর আগে ব্রিটিশ মেরিনার একটি বিচ্ছিন্ন দ্বীপে রাতে আলো দেখার দাবি করলে সেখানে যুক্তরাষ্ট্র নেভীর হেলিকপ্টার পাঠানো হয়। রাতের বেলায় তারা সাহায্য সংকেত হিসেবে আগুন জ্বালাত। দ্বীপের উপকূলের বালিতে  SOS চিহ্ন লিখে সাহায্য প্রার্থনা করে এক সপ্তাহ পর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয় এই দম্পত্তি।