কালিয়াকৈরে মোবাইল কোর্টের মামলা ও অর্থদন্ড প্রদান

কালিয়াকৈরে মোবাইল কোর্টের মামলা ও অর্থদন্ড প্রদান

শেয়ার করুন

FB_IMG_1627060577969

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি মামলায় অর্থদণ্ড ও জরিমানা আদায় করা হয়েছে।
আজ শুক্রবার ২৩/০৭/২০২১ খ্রিঃ তারিখ কালিয়াকৈর উপজেলায় সফিপুর বাজার,কালিয়াকৈর বাজার, বাইপাস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন হাফিজা জেসমিন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন গাজীপুর ।

এ সময় আরো উপস্থিত ছিলেন লে. ফাহিম সালেকিন, ১৮ ইস্ট বেংগল এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর পেট্রোল টিম সাথে ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে উল্লিখিত এলাকায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সাধারন জনগণকে মাস্ক পরিধানসহ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করার জন্য বলা হয়। মাস্ক পরিধান না করা, অকারণ আড্ডা দেয়া, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ইত্যাদি কারনে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা এবং সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারায় তিনটি মামলায় এগারশ টাকা অর্থদণ্ড দেয়া হয়।