কঠোর লকডাউনে থ্রী হুইলারের দখলে মহাসড়ক

কঠোর লকডাউনে থ্রী হুইলারের দখলে মহাসড়ক

শেয়ার করুন

 

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় শনিবার (২৪জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহন চোখে পড়েনি। তবে মহাসড়কে পুলিশকে টাকা দিয়ে তিন চাকার যান চলছে বলে অভিযোগ চালকদের। এদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও কিছু কিছু সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। ওই সব তিন চাকার যানে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী নিচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেছে ওই ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চালিত। বেশি টাকার বিনিময়ে মালিকানা গাড়ি যাত্রী নিয়ে ঢাকা প্রবেশ করছে। তবে মহাসড়কে তিন চাকার যান চলাচল সরকারের নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। মহাসড়কে হাইওয়ে পুলিশের চোখের সামনে এসব হচ্ছে। তিন চাকার যান মালিকরা বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করেই আমরা মহাসড়ক দিয়ে গাড়ি চালাচ্ছি। তবে সকাল থেকেই বিভিন্ন স্থানে মহাসড়ক ফাঁকা দেখা গেছে। বগুড়া থেকে যাত্রী রফিক বলেন, সকালে কোন গাড়ি না পেয়ে প্রাইভেটকারে এক হাজার টাকা ভাড়া দিয়ে চন্দ্রা এসেছি। তবে ভাড়া বেশি নিলেও কোন অসুবিধা নেই আসতে তো পেরেছি। নামপ্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন,পুলিশ ধরলে টাকা দিয়েই আমাদের যেতে হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন সালনা (কোনাবাড়ি) থানার পুলিশের ওসি মীর গোলাম ফারুক। তিনি বলেন, মহাসড়কে কোন তিনচাকার যান চলাচল করতে পারবে না। যদি চলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।
মহাসড়কে প্রশাসনের নাকের ডগায় চলছে থ্রী হুইলার যানবাহন

।। সালাহ উদ্দিন সৈকত, কালিয়াকৈর, গাজীপুর ।।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় শনিবার (২৪জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার কোন যানবাহন চোখে পড়েনি। তবে মহাসড়কে পুলিশকে টাকা দিয়ে তিন চাকার যান চলছে বলে অভিযোগ চালকদের।

এদিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও কিছু কিছু সিএনজি,ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। ওই সব তিন চাকার যানে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী নিচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেছে ওই ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চালিত। বেশি টাকার বিনিময়ে মালিকানা গাড়ি যাত্রী নিয়ে ঢাকা প্রবেশ করছে। তবে মহাসড়কে তিন চাকার যান চলাচল সরকারের নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না।

তবে সকাল থেকেই বিভিন্ন স্থানে মহাসড়ক ফাঁকা দেখা গেছে। বগুড়া থেকে যাত্রী রফিকুল বলেন, সকালে কোন গাড়ি না পেয়ে প্রাইভেটকারে এক হাজার টাকা ভাড়া দিয়ে চন্দ্রা এসেছি। তবে ভাড়া বেশি নিলেও কোন অসুবিধা নেই আসতে তো পেরেছি।

নামপ্রকাশে অনিচ্ছুক এক মাহিন্দ্রা সিএনজি চালক বলেন, পুলিশ ধরলে টাকা দিয়েই আমাদের যেতে হয়।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন সালনা (কোনাবাড়ি) থানার পুলিশের ওসি মীর গোলাম ফারুক। তিনি বলেন,মহাসড়কে কোন তিনচাকার যান চলাচল করতে পারবে না। যদি চলে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেয়া হবে।