সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

নিউজিল্যান্ড সফরের প্রাক্কালে প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিডনি সিক্সার্স প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১৭০ রানের টার্গেট দিলেও বৃষ্টির কারণে বাংলাদেশর টার্গেট দাড়ায় ৮ ওভারে ৮৪ রান। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যাটে শেষ ওভারে লক্ষ্যে পৌছে যায় টাইগাররা।

সিডনি ওভালেটি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ১৬৯ রান করেছিল সিডনি সিক্সার্স। সিডনির হয়ে হিউজ করেন ৩১ বলে ৪৭ রান। এছাড়া রয় করেন ২৩ বলে ৪২ রান এবং সিল্ক করেছেন ২৯ বলে ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার পান ৩ উইকেট। এছাড়া তাইজুল ও তাসকিন পেয়েছেন দুটি করে উইকেট।

এরপর বৃষ্টি নামে। পরে বৃষ্টি থামলে বাংলাদেশের লক্ষ্য দাড়ায় ৮ ওভারে ৮৪ রান।

৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য ও ইমরুল প্রথম ওভারেই তোলেন ১৭ রান। এরপর ছন্দ পতন। ১২ রান করে ইমরুল আউট হবার পর দ্রুতই ফেরেন সাব্বির সৌম্য। এরপর হাল ধরেন বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ মুশফিক-মাহমুদউল্লাহ। তিন ওভারে ৩৯ রান নিয়ে জয়টা সহজ করে দেন তারা। তাই আর শেষ ওভারে আর চাপ নিতে হয়নি টাইগারদের। শেষ ওভারে দরকার ছিল ২ রানের। কোন বিপদ না ঘটিয়ে সহজে লক্ষ্যে পৌছে যায় টাইগাররা।

মাহমুদউল্লাহ ১৩ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন। আর মুশফিক ৮ বলে ২টি চারে অপরাজিত ছিলেন ১৫ রানে।