দাঁড়িপাল্লা নির্বাচনী প্রতীক : সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ নেই

দাঁড়িপাল্লা নির্বাচনী প্রতীক : সুপ্রিমকোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

দাঁড়িপাল্লা নির্বাচনী প্রতীক হবে না, সুপ্রিমকোর্ট ফুল কোর্টের এই সিদ্ধান্ত কোনো আদালতে চ্যালেঞ্জের সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ফুল কোর্ট সভার সিদ্ধান্ত জানিয়ে বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার। নির্বাচন কমিশনের সচিব বরারবর লেখা চিঠিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর হাইকোর্ট এবং আপিল বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে সভায় সিদ্ধান্ত হয়, দাড়িঁপাল্লা সুপ্রিমকোর্টের ন্যায়দণ্ডের প্রতীক। তাই এই প্রতীক কোনো ব্যক্তি, সংগঠন বা দলের প্রতীক হতে পারেনা।

এরইমধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলে, তা বাতিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয় সুপ্রিম কোর্টের চিঠিতে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই চিঠি মানতে বাধ্য নির্বাচন কমিশন।

এতদিন জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ছিল দাড়িঁপাল্লা, তারা বিষয়টি চ্যালেঞ্জ করতে পারবে কি-না এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান ফুল কোর্টের সিদ্ধান্ত চ্যালেঞ্জের সুযোগ নেই।