সাকিব-তাইজুলের আঘাতে চট্টগ্রাম টেস্টের লাগাম টাইগারদের হাতে

সাকিব-তাইজুলের আঘাতে চট্টগ্রাম টেস্টের লাগাম টাইগারদের হাতে

শেয়ার করুন

iস্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ স্পিনারদের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসেই চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত চট্টগ্রামে সফরকারীদের সংগ্রহ তিন উইকেটে ৫৪ রান।

ইনিংসের শুরুতে বাংলাদেশ বোলারদের আত্মবিশ্বাসী ব্যাটিং আর সৌভাগ্য কাজ করেছে ওয়েস্ট ইন্ডিজের। কাইরণ পাওয়েল রিভিউ নিয়ে কয়েকবার বেঁচে যায়। তবে, দলীয় ২৯ রানে আর উইকেটে থাকতে পারেননি এই ওপেনার। তাইজুলের শিকার হয়ে ব্যক্তিগত ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন পাওয়েল। এরপরই সাকিবের জোড়া আঘাত ক্যারিবীয় ব্যাটিং লাইনে। শাই হোপ এবং অধিনায়ক ব্রাথওয়েটকে ফিরিয়ে প্রবল চাপ তৈরি করেছে বাংলাদেশ। ৩১ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
2
এরপর এবব্রিজ আর চিজ মিলে ইনিংস মেরামতের কাজ করে যাচ্ছেন। আর কোনো বিপদ না বাড়িয়ে লাঞ্চে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ৮ উইকেটে ৩১৫ রানে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশ অল-আউট হয় ৩২৪ রানে। তাইজুল অপরাজিত থাকেন ৩৯ রানে। আর টেস্টে প্রথম দিন ১২০ রানের ইনিংস খেলেন মুমিনুল।