র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে নতুন বছর শুরু করলো আর্জন্টিনা

র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে নতুন বছর শুরু করলো আর্জন্টিনা

শেয়ার করুন

659bdd0807e9f62262adf002795ee7f0-27স্পোর্টস ডেস্ক :

র‍্যাংকিংয়ের শীর্ষে থেকে নতুন বছর শুরু করলো আর্জন্টিনা। বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ব্রাজিল। এদিকে আরো পাঁচ ধাপ পিছিয়ে ১৯০তম স্থানে নেমে গেছে বাংলাদেশ।

গত ডিসেম্বরে ২০১৬ সালের চূড়ান্ত র‍্যাংকিংয়ে প্রকাশের পর ছিল না কোনো আন্তর্জাতিক ম্যাচ। তাই র‍্যাংকিংয়ের শীর্ষ স্থানে তেমন কোনো পরিবর্তন হয়নি।  নেইমারের ব্রাজিলের পর ১৪৩৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নাম্বারে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শীর্ষ দশে থাকা বাকি ৭টি দল হলো চিলি, বেলজিয়াম, কলম্বিয়া, ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে ও স্পেন। ১৯০তম স্থানে নেমে যাওয়া বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮১ থেকে কমে দাঁড়িয়েছে ৬৯।