রাশিয়া বিশ্বকাপে কি যেতে পারবে মেসিরা?

রাশিয়া বিশ্বকাপে কি যেতে পারবে মেসিরা?

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক :

দক্ষিণ আমেরিকান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে কাল মাঠে নামবে আর্জেন্টিনা-ইকুয়েডর, ব্রাজিল-চিলি ও পেরু-কলম্বিয়া। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে শুধু ব্রাজিল।

তবে সবার চোখ থাকবে আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচে। কেননা অগ্নিপরীক্ষার সামনে দাড়িয়ে মেসির আর্জেন্টিনা। অনেক হিসেব নিকেসের পাশাপাশি যদি’কিন্তু’র উপর ঝুলছে মেসিদের রাশিয়া ভাগ্য। এ ম্যাচে জিতলেও রাশিয়া টিকিট নিশ্চিত নয় তাদের। শুধু প্লেঅফ খেলা নিশ্চিত।

রাশিয়া যেতে পারে যদি পেরু-কলম্বিয়া ম্যাচ ড্র হয় এবং ব্রাজিলের কাছে চিলি হারে। আর্জেন্টাইনদের আরও বড় বাধা উচ্চতা। ইকুয়েডরের মাঠে সাড়ে ৯ হাজার ফুট উচ্চতায় খেলতে হবে মেসিদের। যেখানে গত ১৬ বছরে স্বাগতিকদের বিপক্ষে ৪ বারের সাক্ষাতে একটিও জয় নেই আর্জেন্টিনার।

আর হেরে গেলে, কলম্বিয়ার জয় ও ভেনেজুয়েলার পরাজয়ের উপর নির্ভর করছে মেসিদের প্লে অফ ম্যাচ।