আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে মিশ্রভাব

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে মিশ্রভাব

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের দামে মিশ্রভাব দেখা গেছে। এদিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়লেও ব্রেন্ট ক্রুডের দাম কমেছে।

টেক্সাস উপকূলে ঘূর্ণিঝড় ন্যাটের প্রভাব কমে আসায় বেশকিছু তেলকূপ ও পরিশোধন কেন্দ্রের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় পণ্যটির দামে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। গতকাল যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৪ শতাংশ বেড়েছে। দিনশেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৪৯ ডলার ৩১ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ সেন্ট বেশি।

অন্যদিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭১ শতাংশ কমেছে। দিনশেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৫ ডলার ২৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৩৯ সেন্ট কম। দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৫৫ ডলার ৭৮ সেন্টে উঠেছিল, যা আগের দিনের তুলনায় ১৬ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বেশি। এদিকে দুবাইয়ে দিনশেষে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৩৬ সেন্ট কমেছে। এদিন ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৩ ডলার ৩৮ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬৭ শতাংশ কম।