মুন্সীগঞ্জে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত

শেয়ার করুন

munshignj-photo-04মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে সিরাজদিখান উপজেলাকে ৪ উইকেটে হারিয়ে চ্যাস্পিয়ান হয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলা। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৬টি উপজেলার মোট ৬টি দল নিয়ে ৫ ডিসেম্বর শুরু হয় লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে।

সোমবার ১২ টার দিকে শুরু হওয়া মুন্সীগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলার মধ্যে ফাইনাল খেলাটি বিকালে শেষ হয়। খেলা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়া উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ মীরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, মুন্সীগঞ্জ ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন প্রমুখ।

এই টুর্নামেন্টে সদর উপজেলার হিমেল ম্যান অব দ্যা সিরিজ এবং একই দলের সবুজ ম্যান অব ম্যাচ নির্বাচিত হন। ৮দিন ব্যাপী এই টুর্নমেন্টের প্রতিটি খেলাই চলে মীরকাদিম পৌর সভার গ্রীন ওয়ের ফেয়ার সেন্টার খেলার মাঠে।