দায়িত্ব পেয়েই শাস্ত্রীর বাড়াবাড়ি শুরু!

দায়িত্ব পেয়েই শাস্ত্রীর বাড়াবাড়ি শুরু!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দায়িত্ব পেয়েই প্রধান কোচ রবি শাস্ত্রী উপেক্ষা করা শুরু করেছেন তিন সাবেক তারকার অ্যাডভাইজারি কমিটিকে। তাদের দেয়া বোলিং ও ব্যাটিং কোচকে না মেনে নিজের পছন্দের তালিকা দিয়েছেন তিনি।

ভারতের নতুন কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলীই মূলত সিদ্ধান্ত নিচ্ছেন দলের সাপোর্ট স্টাফ নিয়োগে। এই মানিকজোড়ের পছন্দ অনযুায়ী বোলিং কোচ হবেন ভরত অরুণ, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার আর ফিল্ডিং কোচ আর শ্রীধর।

ফলে ধোপে টিকল না শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং ভি ভি এস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ। তারা জহির খানকে বোলিং ও রাহুল দ্রাবিড়কে ব্যাটিং কোচ হিসাবে চেয়েছিলেন। এর ফলে এই কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে গণমাধ্যমে খেলালিখি হচ্ছে।

এই বিষয়টি তারা সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসকে চিঠি দিয়ে জানিয়েছে। সদ্য নিযুক্ত কোচ রবি শাস্ত্রীর ভূমিকাও তারা চিঠিতে উল্রেখ করেছে। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, রাহুল দ্রাবিড়ের মতো জহির খানের নিয়োগও হবে সফরভিত্তিক।