ঝালকাঠিতে বাড়ছে থাই জাতের পেয়ারার বাণিজ্যিকভাব আবাদ

ঝালকাঠিতে বাড়ছে থাই জাতের পেয়ারার বাণিজ্যিকভাব আবাদ

শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি :

খেতে সুস্বাদু, পুষ্টিগুণে ভরপুর থাই পেয়ারা। এ কারণে দেশে দিন দিন এর চাহিদা বাড়ছে। তারই ধারাবাহিকতায় ঝালকাঠিতে বাড়ছে থাই জাতের পেয়ারার বাণিজ্যিকভাব আবাদ।

জানা গেছে, থাই পেয়ারা আবাদ করে ভাগ্য বদলের স্বপ্নদ্রষ্টা ঝালকাঠির ৪ তরুণ। ঝালকাঠি সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম এ জাতের পেয়ারা বাগান গড়ে তোলেন, লস্কর আশিকুর রহমান দিপু, শিক্ষক মো. কামাল হোসেন, গোলাম মুর্তুজা ও আইনজীবী সোহেল আকন। দু’বছর আগে বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা এলাকায় ৪ একর জমিতে দু’হাজার বারি-২ জাতের চারা রোপণ করেন তারা।

লাভজনক হওয়ায় গত বছর বিআইডব্লিউটি’র ১৫ একর জমি লিজ নিয়ে আরো ৭ হাজার চারা রোপণ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও পেয়ারার ফলন ভালো হয়েছে। ৪ তারুণের সাফল্যে দেখে এলাকার অনেকেই পেয়ারা বাগান গড়ে তুলছেন।