লন্ডনে দেড় ঘন্টায় ৫ বার এসিড হামলা!

লন্ডনে দেড় ঘন্টায় ৫ বার এসিড হামলা!

শেয়ার করুন

london acid attack 2এটিএন টাইমস ডেস্ক:

ব্রিটেনের উত্তর-পূর্ব লন্ডনে দেড় ঘণ্টায় ৫ টি এসিড হামলার ঘটনায় ঘটেছে। এ ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উত্তর-পূর্ব লন্ডনের হ্যাকনি, স্টোক নিউইংটন এবং ইসলিংটনে ৯০ মিনিটের মধ্যে ৫টি এসিড হামলা হয়। এই ৫টি ঘটনা একটি অপরটির সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করছেন গোয়েন্দাদেরা।

প্রথমে হ্যাকনিতে দুইজন দুর্বৃত্ত গাড়ি করে এসে ৩২ বছর বয়সী এক ব্যক্তির ওপর এসিড ছুড়ে মারে পালিয়ে যায়। রাত ১০ টা ৪৯ মিনিটে ইসলিংটনে এক ব্যক্তিকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে দুই দুর্বৃত্ত। এতে ওই ব্যক্তির মুখ ঝলসে যায়।

রাত ১১টা ৫ মিনিটে শোরডিচ হাই স্ট্রিটে একইরকমের আরেকটি ঘটনা ঘটে। অন্যদিকে রাত ১১ টা ১৮ মিনিটে স্টোক নিউইংটনের কাজেনোভ রোডে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

পুলিশ সেখান থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে। এসব ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে বৃটিশ পুলিশ। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে ইদানিং বিদ্বেষমূলকসহ বিভিন্ন হামলায় ব্রিটেনে এসিড ছোড়ার প্রবণতা বেড়ে চলেছে।