ফেদেরারের বিদায়, সেমিতে নাদাল

ফেদেরারের বিদায়, সেমিতে নাদাল

শেয়ার করুন

_97699388_federer_epa2স্পোর্টস ডেস্ক :

অঘটনের শিকার সাবেক নাম্বার ওয়ান রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে হুয়ান দেল পোর্তোর কাছে হেরে বিদায় নিলেন এ সুইস তারকা। অন্যদিকে আন্দ্রে রাবলেভকে হারিয়ে সেমিতে উঠেছেন রাফায়েল নাদাল। নারী এককে শেষ চার নিশ্চিত করেছেন প্লিসকোভা ও মেডিসন কেস।

জয় পরাজয় খেলারই অংশ। তবে ফ্লাসিং মিডোয় এমন অঘটনের শিকার হবেন রজার ফেদেরার সেটা কেউ কি ভেবেছেন?  ২৪ তম বাছাই আর্জেন্টাইন হুয়ান দেল পোর্তোর কাছে প্রথম সেট ৭-৫ গেমে পরাজয়ের পর দ্বিতীয় সেটে সমতায় ফেরেন ফেদেরার। তৃতীয় সেটটি ছিল অগ্নি পরীক্ষার। টাইব্রেকের অদম্য লড়াইয়ে ২৮ বছরের দেল পোর্তোর কাছে ১০-৮ গেমে হেরে যান ৩৬ বছরের সুইস তারকা।  আর চতুর্থ সেটে পোর্তোর সহজ জয়ে বিদায় ফেদেরারের।

এদিকে কাঙ্খিত স্বপ্নের পথে এগিযে চলেছেন নাদাল। কোয়ার্টার ফাইনালের বাধা পেরোনের মঞ্চে রাশান তরুন তারকা আন্দ্রে রাবলেভের বিপক্ষে ৩-০ সেটের সহজ জয় তুলে নিয়েছেন স্প্যানিশ রাফায়েল নাদাল। সেমিতে নাদলের প্রতিপক্ষ দেল পোর্তো।