গ্রুপ সেরা হবার লড়াইয়ে নামছে ইংল্যান্ড-বেলজিয়াম

গ্রুপ সেরা হবার লড়াইয়ে নামছে ইংল্যান্ড-বেলজিয়াম

শেয়ার করুন

_102236236_dierrtস্পোর্টস ডেস্ক :

জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে বেলজিয়াম। দুই দলের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। কালিনিনগ্রাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। সারানস্কে একই সময়ে গ্রুপের গুরুত্বহীন ম্যাচে পানামার বিরুদ্ধে খেলবে তিউনিশিয়া।

অঘটনের এই বিশ্বকাপে বড় দলগুলো নিজেদের সেভাবে খুঁজে না পাচ্ছে না। তবে অনেকটা আড়ালে থাকা দুই শক্তিশালী দল বেলজিয়াম-ইংল্যান্ড ঠিকই এগিয়ে যাচ্ছেন স্বমহীমায়। এক ম্যাচ আগেই দুই দলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে। এখন প্রশ্ন কে হবে গ্রুপ সেরা?

প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-২ গোলের জয় পায় বেলজিয়াম। এখন তাদের সামনে গ্রুপ সেরার হাতছানি। এক্ষেত্রে বাধার নাম সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।
দুই দলের মধ্যে শক্তির পার্থক্য না থাকলেও ফিফা র‍্যাংঙ্কিংয়ে এগিয়ে বেলজিয়াম। ইংল্যান্ডের অবস্থান যেখানে দ্বাদশ, বেলজিয়াম সেখানে তৃতীয়। ফর্মে রয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। এখন পর্যন্ত চার গোল করে আছেন দ্বিতীয় সেরার তালিকায়। লুকাকু জ্বলে উঠলে জয় পাওয়া কঠিন হবে না বেলজিয়ামের।

অন্যদিকে, প্রত্যাশিত শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে তিউনিশিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হ্যারি কেনের হ্যাটট্রিকে পানামার বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পায় ইংলিশরা। এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেন ঝলক এই ম্যাচেও অব্যাহত থাকলে বেলজিয়ামের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড।

এদিকে, পানামা-তিউনিশিয়া মুখোমুখি হবে অপর ম্যাচে। ইতোমধ্যে দুটি করে ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে দুই দলেরই। শুধু রাশিয়া বিশ্বকাপে প্রথম জয়ের স্বপ্ন এখন দুই দলের সামনে।