তিনি সিটিতে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

তিনি সিটিতে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

শেয়ার করুন

36311173_797913060411167_1045151253207711744_nএটিএন টাইমস ডেস্ক :

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বরিশালে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান সরোয়ার এবং আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।

সিলেটে মনোয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন কামরান।

রাজশাহীতে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন।

বৃহস্পতিবার সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা রিটানিং অফিসারের কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন। গতকালও বেশ কয়েকজন মেয়র প্রার্থী ও কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা মনোয়নপত্র দাখিল করেছেন। ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের দিন।
36303045_797912923744514_5124032310684942336_n
এই ৩ সিটিতে আগামী ৩০ জুলাই ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। ১০ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

রাজশাহী সিটি করপোরেশনে ভোটার ৩ লাখ ২১ হাজার ৪৬ জন। বরিশাল সিটি নির্বাচনে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে  ভোটার ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন। এছাড়া সিলেট সিটির ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২০০ জন।