অভিবাসী সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইইউ নেতৃবৃন্দ

অভিবাসী সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইইউ নেতৃবৃন্দ

শেয়ার করুন

1b39dfa4374a41eebf25c9e207732e5a_18বিশ্বসংবাদ ডেস্ক :

বৃহস্পতিবার ব্রাসেলসে অভিবাসী সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ।

গুরুত্বপূর্ণ এই বৈঠকের মূল্ ইস্যু হয়ে উঠতে পারে অভিবাসী সমস্যা। যার মধ্যে থাকবে অবৈধ অভিবাসীদের সমস্যা। বিশেষ করে জীবনের ঝুঁকি নিয়ে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউ সদস্য রাষ্ট্রগুলোতে ঢুকে পড়া অভিবাসীরা। এছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আসা অভিবাসী ও অন্যান্য দেশ থেকে ইইউ সদস্য রাষ্ট্রগুলোতে আশ্রয়প্রার্থী অভিবাসীদের বিষয়ও এই আলোচনায় স্থান পাবে।

তবে ইইউ নেতৃবৃন্দ্ বলছেন ২০১৫ সালের অভিবাসী সমস্যার তুলনায় এই সমস্যা কিছুই না। তখন হাজারে হাজারে অভিবাসী গ্রীক দ্বীপপুঞ্জগুলোতে পাড়ি জমাতো। তারা বলছেন ২০১৫ সালের অক্টোবরে যখন অভিবাসী সমস্যা তুঙ্গে ছিলো তার তুলনায় এই হার এখন ৯৬ শতাংশ কমে গেছে।

তবে অভিবাসীদের ক্ষেত্রে ডাবলিনে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছে ইতালী ও গ্রীস।তারা বলছেন অভিবাসীদের পুরো চাপ সামলাচ্ছেন তারা তাদের প্রতিবেশীদেরও উচিত এর অংশীদার হওয়া।