খোকার ছয় তলা বাড়ি ও জমি বাজেয়াপ্ত

খোকার ছয় তলা বাড়ি ও জমি বাজেয়াপ্ত

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাবেক মেয়র ও বিএনপির শীর্ষ নেতা সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি বাজেয়াপ্ত করছে সরকার।

বুধবার ঢাকার গুলশানে ছয়তলা ভবন বাজেয়াপ্ত করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জে সাদেক হোসেনের নামে থাকা মোট ১শ দশমিক ১৯৪৬ একর জমি বাজেয়াপ্ত করা হবে।

এর মধ্যে তাঁর মালিকানাধীন ঢাকার গুলশান ২ নম্বর সেক্টরের ৭২ নম্বর সড়কের ৯ নম্বর হোল্ডিংয়ের ৫ কাঠা জমি এবং তার ওপর নির্মিত ছয়তলা ভবনে বুধবার ঢাকার জেলা প্রশাসক নোটিশ ঝুলিয়ে দেন। ওই বাড়ির দাম আদালত ২ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করেছিলেন।

সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলার রায়ে ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।