খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য ৩ মাস সময় বৃদ্ধি

খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য ৩ মাস সময় বৃদ্ধি

শেয়ার করুন

150618082327_bangla_bd_khaleda_zia_bnp_640x360_bbc_nocreditনিজস্ব প্রতিবেদক :

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল নিষ্পত্তির জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছেন আপিল বিভাগ।

এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এই আদেশের বিরুদ্ধে গত ২৭ জুন খালেদা জিয়ার করা রিভিউ আবেদনের প্রেক্ষিতে আজ সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ নতুনকরে সময় বাড়িয়ে আদেশ দিলেন।

গত ১৬ মে এ মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে তার সাজার বিরুদ্ধে করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

এদিকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে গত ১২ জুলাই থেকে ধারাবাহিকভাবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি চলছে। ওইদিন খালেদা জিয়ার জামিনের মেয়াদও বাড়িয়েছিলেন একই বেঞ্চ। এরপর আরো দুই দফা জামিনের মেয়াদ বাড়ায় হাইকোর্ট। আজ ৩১ জুলাই সেই জামিনের শেষ দিন।