বাস চাপায় নিহতের ঘটনায় রাস্তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

বাস চাপায় নিহতের ঘটনায় রাস্তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

শেয়ার করুন

38047734_249719072525749_730672132886888448_nনিজস্ব প্রতিবেদক :

গত পরশু বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার জেরে, আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছিলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সকালে বিভিন্ন বিজ্ঞান কলেজ, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা দলে দলে এসে ফার্মগেট ওভারব্রিজের নীচে অবস্থান নেয়। হাতে লেখা পোস্টার ও প্ল্যাকার্ডে তারা ওই দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে। নিরাপদ সড়ক চেয়ে তারা বিভিন্ন শ্লোগানও দেয়। সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি কলেজসহ আশপাশের বেশ কিছু কলেজ এবং স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় ওই সড়কের ফার্মগেট থেকে শাহবাগমুখী লেনে যানচলাচল পুরোপুরি বন্ধ থাকে। শিক্ষার্থীদের কয়েক ঘণ্টার এই বিক্ষোভে সৃষ্ট যানজট পুরো ঢাকা জুড়েই ছড়িয়ে পড়ে।
38072315_249719115859078_8848915742649745408_n
অন্যদিকে মিরপুরের কমার্স কলেজ, মিরপুর কলেজসহ ওই এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বর এলাকায় অবস্থা নেয়। তারা দায়ীদের শাস্তি এবং নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ করে।

এদিকে ধানমন্ডি বয়েস, সিটি কলেজসহ এই এলাকার শিক্ষার্থীরা সাইন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

38085298_249719052525751_4354694038931111936_nরাজধানীর প্রধান প্রধান সড়কে অবস্থান নেয়ার কারণে পুরা রাজধানীতে যানজট দেখা দিয়েছে।