২৫ মার্চকে গণহত্যা দিবস মন্ত্রিসভায় অনুমোদন

২৫ মার্চকে গণহত্যা দিবস মন্ত্রিসভায় অনুমোদন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২৫শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার এই ১৪০মত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে, জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ।

নগর ও অঞ্চল পরিকল্পনা আইন-২০১৭সহ মোট চারটি আইনেও আজ অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ২৫ মার্চকে পরিষদ থেকে জারি করা পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্তকরণের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।