জঙ্গি দম্পতি মৃতদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে পরিবার

জঙ্গি দম্পতি মৃতদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে পরিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সীতাকুণ্ডে নিহত জঙ্গি দম্পতি ও তাঁদের শিশুর মৃতদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের পরিবার। সোমবার দুপুরে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালের মর্গে তাদের মরদেহগুলো সনাক্ত করার পর, তারা একথা জানান।

পরিচয় পাওয়া জঙ্গিরা হলো, কামাল উদ্দিন ও জোবাঈদা দম্পতি এবং তাদের শিশু সন্তান। স্বজনরা জানান : ৯ মাস আগে জোবাঈদার চিকিৎসার কথা বলে স্ত্রী-সন্তানকে নিয়ে যায় কামাল। এরপর থেকে পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না।

সীতাকুণ্ডের ঘটনার পর, আইনশৃঙ্খলা বাহিনীর যোগাযোগের কারণে তারা মৃতদেহ সনাক্ত করতে আসেন। কামাল উদ্দিন ও জোবাঈদার বাড়ি নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের যৌথ খামার এলাকায়। পরিবার মরদেহ না নেয়ায়, আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তাদের দাফন করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।