ঘানায় জলপ্রপাতে গাছের নিচে চাপা পরে ২০ পর্যটক নিহত

ঘানায় জলপ্রপাতে গাছের নিচে চাপা পরে ২০ পর্যটক নিহত

শেয়ার করুন

_95235182_waterfallrexবিশ্বসংবাদ ডেস্ক :

ঘানার পর্যটন এলাকা স্পট কিনট্যাম্পো জলপ্রপাতে বিশাল একটি গাছ উপড়ে পড়ে ২০ জন নিহত ও বহু আহত হয়েছেন।

ঘানার সংবাদমাধ্যম জানায়, জলপ্রপাত কিন্টাম্পোতে সাতার কাটছিলেন পর্যটকরা। এসময় ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয় এবং একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পরে, যার নিচে চাপা পড়েন অনেক পর্যটক। এদের অনেকেই ওয়েনসি সিনিয়ির হাইস্কুলের ভূগোলের ছাত্র। ঘটনাস্থলে মারা যান ১৮ জন। এবং হাসপাতালে নেয়ার পথে আরো ২জন সহ ২০জন নিহতের কথা জানা গেছে।

স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে গাছের নীচে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেন।