স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভেঙ্গে দুই বিভাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভেঙ্গে দুই বিভাগ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দু’টি বিভাগে ভাগ করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠনের কথা বলা হয়েছে। রুলস অব বিজনেসে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন  করেছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে উল্লেখ করা হয়।

এর ফলে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালনা ও তদারকির দায়িত্ব থাকবে জননিরাপত্তা বিভাগের হাতে। অন্যদিকে সুরক্ষা সেবা বিভাগের আওতায় থাকবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের কাজ। দুই বিভাগে আলাদা দু’জন সচিব দায়িত্ব পালন করবেন।