ষোড়শ সংশোধনী অবৈধ: সতর্ক মন্তব্য মন্ত্রীদের

ষোড়শ সংশোধনী অবৈধ: সতর্ক মন্তব্য মন্ত্রীদের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিয়ে আনা, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণ ক্ষমতা থাকছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই।

আর এই রায়ের পর সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সরকারের মন্ত্রীরা।

পূর্ণাঙ্গ রায় না দেখে মন্তব্য করা সমীচীন হবে না বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, সকালে একথা বলেন তিনি। তিনি বলেন, পুর্ণাঙ্গ রায় না দেখে আমি কোনও মন্তব্য করবো না।

রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ষোড়শ সংশোধনীর মাধ্যমে ‘৭২-র সংবিধানের ৯৬ অনুচ্ছেদই বহাল করা হয়েছিল বলেও জানান তিনি।

এ ব্যাপারে সংসদে আলোচনা করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।