হোল্ডারের বোলিং তাণ্ডবে উড়ে গেল ভারত

হোল্ডারের বোলিং তাণ্ডবে উড়ে গেল ভারত

শেয়ার করুন

265247স্পোর্টস ডেস্ক :

ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। এন্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোল্ডারে ক্যারিয়াস সেরা বোলিংয়ে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে ১১ রানে হারিয়েছে ক্যারিবীয়রা।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। দুই ওপেনার এভিন লুইস এবং কাইল হোপের জুটিতে আসে ৫৭ রান। তবে তাদের বিদায়ের পর আর তেমন কেউই হাল ধরতে পারেনি দলের। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে, ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে বিদায় নেন শিখর ধাওয়ান। এরপর অধিনায়ক কোহলিও বিদায় নেন মাত্র ৩ রান করে। তবে একদিক আগলে রাখেন অজিঙ্কা রাহানে। ধোনিকে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেন তরুন এই ব্যাটসম্যান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সফরকারীদের। পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭৮ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন রাহানে। আর ক্যারিবীয়দের পক্ষে জেসন হোল্ডার একাই নেন ৫ উইকেট।