সংসদ-সুপ্রিমকোর্ট কেউ কারও থেকে বড় না!

সংসদ-সুপ্রিমকোর্ট কেউ কারও থেকে বড় না!

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর আলোচনায় সংসদ আর সুপ্রিম কোর্টের দ্বন্দ্ব। কে কার থেকে বড়? কার এখতিয়ার কি?… উঠছে এসব প্রশ্নও।

কে বড়? সংসদ, সরকার না বিচার বিভাগ ? সংবিধান বলছে, এই তিনটিই রাষ্ট্রের খুঁটি। আর ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার মাধ্যমে সেই সত্যই প্রতিষ্ঠিত হল।

রাষ্ট্রের তিন বিভাগ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধান সংশোধন করার ক্ষমতা সংসদের। এক্ষেত্রে কি সংসদ সার্বভৌম? বিশ্লেষকরা বলছেন, সংবিধান সংশোধন করা যাবে, কিন্তু মৌলিক কাঠামোতে আঘাত হানে, এরকম আইন সংসদও করতে পারবে না। আর এ জন্যই সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষিত হয়েছে।

এখন প্রশ্ন, সংসদের করা আইন সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করলে, দুই বিভাগের মধ্যে কি দ্বন্দ্ব তৈরি হবে? সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, একরম দ্বন্দ্ব হবার কোনও সুযোগ নেই। দুইটা ‍দুই বিভাগ। একটি আর একটির পরিপুরক। দ্বন্দ্ব হবার সুযোগ নেই।

এই দ্বন্দ্বের সমাধান হবে সংবিধান অনুযায়ী। সেক্ষেত্রে সংবিধানের অভিভাবক হিসেবে সমাধান দেবে  সর্বোচ্চ আদালতই।