শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তা পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তা পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক জানিয়ে দাবি পূরণ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিট ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাড়ির যাত্রা শুরুর স্থানে চেক করা হবে।

ছাত্রদের আন্দোলনের সঙ্গে মালিক শ্রমিক দ্বন্দ্বে যাবে না বলেও আশ্বাসের কথা জানান তিনি। অবরোধের কারণে জনদুর্ভোগ বাড়ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিভাবকদের প্রতি অনুরোধ জানান শিক্ষার্থীদের বুঝিয়ে ঘরে ফেরাতে।

গত তিন দিনে ৩০৬টি গাড়ি ভাংচুর ও ৮টি গাড়ি পোড়ানোর তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে স্বার্থান্বেষী মহল ফায়দা নিচ্ছে।