জিম্বাবুয়ের নির্বাচনে পাল্টাপাল্টি জয় দাবি

জিম্বাবুয়ের নির্বাচনে পাল্টাপাল্টি জয় দাবি

শেয়ার করুন

indexবিশ্বসংবাদ ডেস্ক :

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও বিরোধী দলীয় নেতা নেলসন চামিসা বিজয় দাবি করেছেন।

মঙ্গলবার দশ হাজার পোলিং স্টেশনের ফলাফল হাতে পাওয়ার দাবি করে বিজয় দাবি করেন মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ নেতা চামিসা। এর কয়েক ঘণ্টার মধ্যেই মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে বিজয় পেয়েছেন বলে দাবি করেন বর্তমান প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। তবে দেশটির নির্বাচন কমিশন বলছে, ফল ঘোষণার আগে বিজয় দাবি করা অবৈধ। আগামী শনিবার নাগাদ আনুষ্ঠানিক ফল ঘোষণা হতে পারে। দেশটির সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পদত্যাগের পর এটিই জিম্বাবুয়ের প্রথম সাধারণ নির্বাচন।