‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে আইনের খসড়ার কাজ চলছে’

‘যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তে আইনের খসড়ার কাজ চলছে’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যুদ্ধাপরাধে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রোববার সকালে রাজধানীর বাংলা একাডেমীতে, মানুষের জন্য ফাউন্ডেশেন আয়োজিত মানবাধিকার পদক ২০১৬ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, বাল্যবিবাহ আইনে ১৮ বছরের কমবয়সী মেয়েদের বিয়ের যে বিশেষ সুযোগ দেয়া হয়েছে, তা সাময়িক। ভবিষ্যতে বাস্তবতার নিরিখে আইনটি পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিনা বিচারে কারাগারে আটকের ঘটনা কমবে যদি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ জন মানবাধিকার কর্মীকে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার পদক দেয়া হয়।