ইয়েমেনের এডেন শহরে বোমা হামলায় নিহত ৪০

ইয়েমেনের এডেন শহরে বোমা হামলায় নিহত ৪০

শেয়ার করুন

_92919874_yemen

বিশ্বসংবাদ ডেস্ক :

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনে আত্মঘাতী বোমা হামলায় মারা গেছে অন্তত ৪৫ জন। আহত হয়েছে আরো ৩০ জন।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এডেন শহরের বাইরে সাওলাবান সেনাঘাঁটিতে, সোমবার সেনা সদস্যরা বেতনের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় অপেক্ষামান সেনাদের লাইনের কাছে গিয়ে, বিস্ফোরক-ভর্তি বেল্টের সাহায্যে বিস্ফোরণ ঘটায় একজন আত্মঘাতি হামলাকারী। এ ঘটনায় অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কিছু সময়ের মধ্যেই এর দায় স্বীকার করে নিয়েছে আইএস’র সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় একটি জঙ্গি গ্রুপ।

এডেনের আক্রান্ত ওই সেনাঘাঁটিটি, মূলত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হয়। এছাড়া মিলিশিয়াদেরকেও সাময়িকভাবে সেখানে রাখা হয়।  সাম্প্রতিক মাসগুলোতে এডেনে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাজধানী থেকে বিতারিত হওয়ার পর ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি, এই শহরেই অবস্থান করছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী তাদের সহযোগিতা দিচ্ছে। অন্যদিকে হুতি বিদ্রোহীরা শহরটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। ইয়েমেনে ১৮ মাসের গৃহযুদ্ধ অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।