ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের নাটোর সফর

 ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের নাটোর সফর

শেয়ার করুন

Natore

নাটোর প্রতিনিধি।।

তিনদিন ব্যাপী বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে রাজ্য সরকারের মন্ত্রীর নেতৃত্বে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল নাটোর রাজবাড়ি সহ ঐহিত্যবাহী স্থান পরিদর্শন করেছেন।

ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রাম প্রসাদ পালের নেতৃত্বে সাংস্কৃতিক প্রতিনিধি দলটি দুপুরে নাটোর শহরের রানীভবানী রাজবাড়িতে আসেন। রাজবাড়ি পরিদর্শন ও সেখানে পূজার্চনায় অংশ নেন তারা।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সহ নাটোরের সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে উত্তরা গণভবন পরিদর্শন ও রাতে সেখানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মিলন মেলার যুগ্ন আহবায়ক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এদিকে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে একদিন আগ থেকেই আলোক সজ্জা করা হয়েছে উত্তরা গণভবন সহ সংশ্লিষ্ট এলাকায়।